Breaking News

Bangla Islamic Book Review Free Download | Mrittur Notice

Bangla Islamic Book Review Free Download | Mrittur Notice








মৃত্যুর নোটিশ 


আল্লাহ্ র নবী হযরত ইয়াকুব আ. এর সাথে হযরত আজরাইল আ. এর দোস্তি ছিল। একদিন আজরাইল আ. আসলেন, হযরত ইয়াকুব আ. জিজ্ঞাসা করলেন, সাক্ষাতের জন্য এসেছো না জান কবজ করার জন্য এসেছো? হযরত আজরাইল আ. বললেন, শুধু সাক্ষাতের জন্য এসেছি। হযরত ইয়াকুব আ. বললেন, আমার মৃত্যুর কিছু দিন পূর্বে আমার নিকট দূত মারফত এ সংবাদ পৌছে দিও, যেন আমি বুঝতে পারি মৃত্যুর সময় এসে যাচ্ছে। 

হযরত আজরাইল আ. বললেন, আমি আপনার মৃত্যুর কিছু দিন পূর্বেই দু-তিনটা দূত পাঠিয়ে দেবো। সময় যাচ্ছে। কয়েক বছর পর আজরাইল আ. আসলেন। এবার তিনি রূহ কবজ করার জন্য এসেছেন। হযরত ইয়াকুব আ. বললেন, তুমিতো আমার মৃত্যুর আগে দু-তিন দূত পাঠাবে বলেঠিলে। তারা কেউতো এলোনা।

হযরত আজরাইল আ. বললেন, হে আল্লাহ্ র নবী। দূততো আমি পাঠিয়েছিলাম ইয়াকুব আ. বললেন, কোথায়? আমি তো তাদের দেখা পাইনি।
আজরাইল আ. বললেন, আপনার চুল দাড়ি সাদা হওয়ার ছিল প্রথম দূত। তারপর আপনার শরীরের শক্তি কমে যাওয়া ছিল দ্বিতীয় দূত। তারপর আপনার কুজো হয়ে যাওয়া ছিল তৃতীয় দূত।

তারপর হযরত আজরাইল আ. বললেন, হে আল্লাহ্ র নবী! মৃত্যুর পূর্বে মানুষের প্রতি আমার দূত এসবই থাকে। এ ঘটনাটি আমি ইমাম গাজ্জালী রহ. এর কিতাবে পেয়েছি।
বই: আল্লাহ্ র ভয়ে যে চোখ কাঁদে
লেখক: মুবাল্লিগে ইসলাম মাওলানা তারিক জামিল।
মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ মৃত্যু যে কোন সময় চলে আসতে পারে। নিশ্বাসের বিশ্বাস নেই। আপনার বাবা, মার খবর নিন। মৃত্যুর নোটিশ তো চলে এসেছে। এখনো সময় আছে তিন চিল্লায় পাঠিয়ে পরকালের জন্য কিছু পুজি করান। মনে রাখবেন পরকালের জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। দুনিয়াকে মহব্বত করা সমস্ত গুনাহের মূল। নিজেও হন এবং বাবা মা কেও দুনিয়া বিমুখ করুন। নয় তো জাহান্নাম ছাড়া উপায় থাকবেনা।
বেশী বেশী মৃত্যুকে স্মরণ করুন। কেননা এক মৃত্যুর স্মরণ ই দুনিয়ার স্বাদকে নষ্ট করে দিতে পারে। সাপ পোকার ঘর কবর। কবরের আজাব থেকে বাঁচতে চেষ্টা করুন।কবরেব এক সাপ যদি দুনিয়াতে নিশ্বাস ফেলে সারা দুনিয়া বিষাক্ত হয়ে যাবে, দুনিয়াতে প্রাণের কোন অস্তিত্ব থাকবে না। এই রকম ৭০ টি সাপ কবরে দেয়া হয় পাপী বান্দাদের জন্য।
নিজে বাঁচুন এবং আহালকে বাঁচানোর চেষ্টা করুন।



- Rakib Hossen


Keywords For This Post


  • কবরের আযাবের ঘটনা
  • কবরের আজাব ছবি
  •   কবরের ঘটনা
  •   কবরের জীবন
  •    কবরের আজাব সম্পর্কে হাদিস
  •    কবরের আজাব থেকে বাচার উপায়

No comments