Bangla Islamic Golpo | আসমানে জ্ঞান চর্চা
Bangla Islamic Golpo | আসমানে জ্ঞান চর্চা
গল্প ৪ঃ আসমানে জ্ঞান চর্চা
হযরত আদম আলাইহিস সালাম। আমাদের আদি পিতা। আমাদের সবার পিতা। আল্লাহর সৃষ্টি মাটির তৈরি প্রথম মানুষ তিনি। পৃথিবীর বিভিন্ন স্থানের মাটি জমা করে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন। সাদাকালো শক্ত ও নরম মাটির সংমিশ্রণ ছিল তাতে। তাইতো তার সন্তানেরা সাদা হয়, কালো হয়। কেউ শক্ত ও কঠোর হয়, আবার কেউ হয় নরম ও কোমল স্বভাবের।
আল্লাহ তাআলা ফিরিশতাদের উদ্দেশ্যে যখন বললেন, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে চাই। তখন ফিরিশতারা আপত্তি করে বলল আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন, যে সেখানে ত্রাস সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে।
Read It Now : Bangla Islamic Book Review Free Download | Mrittue Notice
আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না।
যে আদমকে সৃষ্টিতে ফিরিশতারা আপত্তি করেছিল, আল্লাহ তাআলা সে আদমকে সব বস্তুর নাম শিক্ষা দিলেন। এবং এর মাধ্যমে ফেরেশতাদের উপর তাকে দিলেন শ্রেষ্ঠত্ব।
আদম আলাইহিস সালাম জান্নাতের মনোরম বাগিচায় ঘুরে বেড়ান। সেখানে নেই রোদের উষ্ণতা। নেই কনকনে শীতের প্রকোপ। চির বসন্তের এক সুখময় নিবাস। সবুজের সমারোহে এক মনকাড়া আয়োজন সবখানে। তিনি কখনো বসে থাকেন পাহাড়ি ঝর্ণার ধারে। কখনও স্বচ্ছ নদের পাড়ে। আনমনে তাকিয়ে থাকেন অদূর দূরে। সব কিছু আছে কিন্তু কি যেন নেই। কিসের যেন অভাব বোধ হচ্ছে হৃদয়ে। মনে প্রশান্তি প্রলেপ ঢেলে দেবার মত কিছু একটা চাই। পূর্ণতার এই আবাসে কোথাও যেন একটা অপুর্ণতা রয়ে গেছে।
ভাবতে ভাবতে তিনি ঘুমিয়ে পড়লেন। আল্লাহ তাআলা আদমের অপূর্ণতা ঘোচাতে তাঁরই পাঁজরের হাড় দিয়ে সৃষ্টি করলেন আমাদের মা হাওয়াকে। আদম আলাইহিস সালাম জাগলেন। তাকে দেখলেন। মুগ্ধ হলেন। মনের মাঝে চাপা অভাব দূর হলো।
একদিন তিনি হাওয়ার সাথে বসে আছেন পুষ্প কাননে। মেতে উঠেছেন ভালোবাসার খুনসুটিতে। ওদিকে জান্নাতি প্রহরী ফিরিশতাদের দৃষ্টি এড়ালো না তাদের খোশগল্প। তারা বলল, চলো আদমের কাছে যাই, তার জ্ঞান যাচাই করি।
তারা জিজ্ঞেস করল- আচ্ছা আদম, তোমার সঙ্গিনীর নাম কি?
বললেন ওর নাম হাওয়া।
ওর নাম হাওয়া কেন রাখা হলো?
কেননা আল্লাহ তাআলা ওকে জীবিত বস্তু থেকে সৃষ্টি করেছেন।
ফিরিশতারা আরেকবার প্রমান পেলো, আল্লাহ তাআলা আদমকে অনেক জ্ঞান দান করেছেন। সত্যি সে আমাদের চেয়ে শ্রেষ্ঠ।
আদম আলাইহিস সালাম প্রথম ব্যক্তি যিনি ইলমের জন্য সফর করেছেন। তার সন্তানেরা যে ধরণীতে এসে ইলমের জন্য সফর করবে, বিশ্বের আনাচে-কানাচে ছড়িয়ে পড়বে এর দৃষ্টান্ত তিনি আসমানে স্থাপন করেছেন। তার হাত ধরেই সূচনা হয়েছে জ্ঞানের জন্য ভ্রমণের।
একবার আল্লাহ তাআলা তাকে বললেন আদম, ওই যে দেখছো ফিরিশতার দল। তাদের কাছে গিয়ে সালাম দেবে। তারা প্রতিউত্তরে যা বলবে, তোমার সন্তানরাও সালামের প্রতি উত্তরে সে অভিবাদনই জানাবে।
আদম আলাইহিস সালাম ফিরিশতাদের কাছে আসলেন। সবার উদ্দেশ্যে বললেন আসসালামু আলাইকুম।
ফিরিশতারা সবাই এক বাক্যে বলে উঠলো, ওয়া লাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ।
এখানে ফিরিশতারা আদম আলাইহিস সালামের উত্তরে ওয়া রহমাতুল্লাহ বাক্যটি বাড়িয়ে বলেছেন। আর আদম আলাইহিস সালাম তাদের কাছ থেকে সেদিন এইটুকু জ্ঞান অর্জন করেন।
আপকামিং বইঃ গল্পের তুলিতে সালাফদের জ্ঞান সাধনা
ভাষান্তরঃ Hasan Shuaib
No comments